সায়ন দে, ভুবনেশ্বর: চলতি মরশুম আইএসএলে দারুন ছন্দে ছিল জামশেদপুর এফসি দল। খালিদ জামিলের তত্ত্বাবধানে দারুন ফুটবল খেলেছিলেন জর্ডন মারে, জাভিয়ের সিভেরিওরা। এমনকি আইএসএলের সেমিফাইনালেও দারুন ফুটবল খেলেছিল গোটা জামশেদপুর দল। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের কাছে হেরে আইএসএল ফাইনালে যাওয়াটা হয়নি তাদের। কিন্তু সুপার কাপে নিজেদের মেলে ধরতে মরিয়া জামশেদপুর। সেই মতোই হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পায় খালিদ জামিলের দল। গোল করেন সিভেরিও এবং স্টিফেন এজে। আগামী রবিবার নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে জামশেদপুর।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে শুরু করে খালিদ জামিলের দল। সিভেরিও, জর্ডন মারে এবং জাভি হার্নান্দেজদের নিয়ে নিরন্তর আক্রমণ শুরু করে গোটা দল। তবে আক্রমণে করেও, গোলমুখ খুলতে ব্যর্থ হচ্ছিলেন তারা। জমাট ছিল হায়দ্রাবাদ রক্ষণ। তবে ম্যাচের ৩৯ মিনিটে বক্সের ভেতরে আশুতোষ মেহতাকে ফাউল করে বসেন হায়দ্রাবাদের ফুটবলার মনোজ মহম্মদ। ফলে পেনাল্টি পায় জামশেদপুর। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জাভিয়ের সিভেরিও। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে জামশেদপুর।
দ্বিতীয়ার্ধেও সমান আক্রমণাত্মক ফুটবল খেলে জামশেদপুর। তবে দ্বিতীয়ার্ধে দলে কিছু পরিবর্তন আনে হায়দ্রাবাদ এফসি। ম্যাচের ৬৪ মিনিটে দ্বিতীয় এবং শেষ গোলটি করেন স্টিফেন এজে। শেষের দিকে আক্রমণে করলেও গোল তুলে আনতে ব্যর্থ হন হায়দ্রাবাদ ফুটবলাররা। ফলে ২-০ গোলে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে জামশেদপুর।