ফুটবল
CFL 2025: বিএসএসের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ডেগি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুমের কলকাতা লিগের শুরুটা দারুন করলেও, ধীরেধীরে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়েছে মোহনবাগান। এই মুহূর্তে প্রথম ছয়ে জায়গা পাওয়াও একপ্রকার অসম্ভব কাজ হয়ে দাঁড়িয়েছে ডেগি কার্ডোজোর কাছে। তবে এখনই হাল ছাড়তে নারাজ তিনি। গত ম্যাচেও আশানুরূপ ফল করতে পারেনি মোহনবাগান। তবে আসন্ন ম্যাচে ভাল ফুটবল খেলার লক্ষ্যে রয়েছেন বাগান কোচ ডেগি কার্ডোজো। শনিবার অনুশীলন শেষে তিনি বলেন, “গত ম্যাচে আমরা ভাল খেলতে পারিনি। তবে পরবর্তী ম্যাচের দিকে নজর দিচ্ছি। বিএসএস ভাল প্রতিপক্ষ। চেষ্টা করবো ভাল ফুটবল খেলে তিন পয়েন্ট তুলতে”। লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। পরবর্তী রাউন্ডে যেতে হলে শেষ তিনটি ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির দিকেও। সেই বিষয়ে ডেগি বলেন, “প্রতিটা ম্যাচেই আমরা জেতার জন্য খেলেছি। আমার দলে অনেক তরুণ ফুটবলার রয়েছে। তাদের নিয়ে ম্যাচ জিতে টেবিলের উপরের দিকে ওঠার দিকে নজর দিচ্ছি”।
কলকাতা লিগের পাশাপাশি, সিনিয়র দলের জন্যও ফুটবলার তুলে আনার লক্ষ্যে রয়েছেন ডেগি কার্ডোজো। তিনি বলেন, “কলকাতা লিগের পাশাপাশি নতুন ফুটবলার তুলে আনার দিকেও নজর দিচ্ছি। তবে কলকাতা লিগটাও সমান গুরুত্বপূর্ণ। এখানে ফুটবলাররা অনেক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এটা একটা ভাল দিক”। এদিকে বিএসএস ম্যাচের আগে, দলের শারীরিক অনুশীলনে জোর দিচ্ছেন ডেগি কার্ডোজো। মূল অনুশীলনে রক্ষনের পাশাপাশি আক্রমনের দিকেও সমান নজর দিচ্ছেন ডেগি। বিএসএস ম্যাচে আক্রমণাত্মক ছন্দেই যে ফুটবল খেলবে মোহনবাগান, সেটা বলাই যায়।