আইএসএল
চোটের কারণে জাতীয় দলের শিবির থেকে ছিটকে গিয়েছেন লালিয়ানজুয়ালা ছাঙ্গতে…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৯ মার্চ মলদিভসের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি মাচ এবং ২৫ মার্চ এএফসি এশিয়াস কাপ ২০২৭ কোয়ালিফায়ারসের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। কিন্তু তার আগে চিন্তার ভাঁজ কোচ মানোলো মারকুয়েজের কপালে। চোটের কারণে ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাঙ্গতে। নিজের সমাজমদ্ধমে চোটের কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, “আমি খুবই হতাশ যে চোটের কারণে আমি জাতীয় দলের শিবিরে যোগ দিতে পারলাম না। দেশের হয়ে খেলাটা সবসময়ই একটা গর্বের বিষয় এবং আমার সেক্ষেত্রে খুবই খারাপ লাগছে যে আমি দলের সঙ্গে থাকতে পারলাম না। আমিও চাই দলকে সাহায্য করতে। আমি মন থেকে দলের সঙ্গে থাকব এবং দলকে সবসময় উৎসাহিত করব”।
শুধু জাতীয় দল নয়, ছাঙ্গতের চোটের কারণে চিন্তায় থাকবে মুম্বই সিটি এফসিও। আইএসএল এর নক-আউট পর্যায়ের ম্যাচ রয়েছে সামনেই। কিন্তু ছাঙ্গতের যেই ইনজুরি, সেখান থেকে সুস্থ মাঠে ফিরতে সময় লাগবে। সেই চোটের বিষয়ে নিজের সমাজমাধ্যনে ছাঙ্গতে বলেন, “আমার এমআরআই রিপোর্ট যা বলছে তাতে এখনই আমি খেলতে পারবো না। তবে ব্যর্থতা থেকেই শিখতে হয়। চেষ্টা করবো দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে”।