সায়ন দে, কাঠমান্ডু: সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ক্লাব করাচি সিটি এফসির হয়ে খেলেছেন জর্ডান জাতীয় দলের ফুটবলার মায়সা জাবাড়া। তবে এর আগে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলে খেলে ভারতে এসেছেন তিনি। যদিও করাচি সিটি এফসির হয়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ৪ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করে এমনিতেও প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে পাকিস্তানের এই ক্লাব। সোমবার হোটেল ছাড়ার আগে রে স্পোর্টজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে, আল নাসেরে থাকাকালীন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সাক্ষাতের কথা জানালেন জর্ডনের এই ফুটবলার। তিনি বলেন, “২০২৩-২৪ মরশুমে আমি আল নাসেরের হয়ে খেলেছি। সেখানে খেলার মুহূর্তটা দারুন ছিল। ওখানে থেকে আমি অনেককিছু শিখতে পেরেছিলাম। আমি সেখানে কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গেও দেখা করেছি। আমরা যেই মাঠে অনুশীলন করতাম সেই মাঠেই রোনাল্ডোও অনুশীলন করতেন। নিজের আইডলের সামনে খেলাটা সবসময়ই একটা বড় মুহূর্ত”।
জর্ডনের জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি। অতীতে এই জর্ডান জাতীয় দল থেকে ইস্টবেঙ্গল পুরুষ দলের হয়ে খেলতে এসেছিলেন হিজজি মাহের। সেই প্রসঙ্গে মায়সা জাবাড়া বলেন, “ইস্টবেঙ্গলের হয়ে হিজাজির খেলা মানে এটাই প্রমাণ করে যে আমাদের দেশের ফুটবলাররা দেশের বাইরে গিয়েও ভালো পারফর্ম করতে পারে। এটা আমাদের দেশের জন্য খুবই ভাল। পাশাপাশি প্রথমবারের জন্য আমরা বিশ্বকাপে খেলব। দেশের জন্য খুবই গর্ব হচ্ছে। আশা করছি বিশ্বকাপেও আমরা ভাল ফল করব”। ইস্টবেঙ্গলের প্রশংসা করেছেন মায়সা। পাশাপাশি লাল-হলুদের মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুসের প্রসঙ্গে তিনি বলেন, “আমি অ্যান্থনির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি খুবই প্রফেশনাল কোচ। সত্যি বলতে আমি ইস্টবেঙ্গলের দলের শক্তি সম্পর্কে সেভাবে অবগত নই। তবে গতকালের ম্যাচটি দেখার পর বুঝলাম এই দলটা খুবই ভাল এবং চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রয়েছে”।
