রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০১২ সালে, ইপিএলের ক্লাব টটেনহ্যাম হসপুর থেকে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। তারপর রিয়ালের হয়ে ১৩ বছর দাপিয়ে ফুটবল খেলেছেন তিনি। ২০১৮ সালে ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি রিয়ালের হয়ে মোট ২৮টি ট্রফি জিতেছেন মদ্রিচ। তবে দীর্ঘ ১৩ বছরের যাত্রার পর রিয়াল মাদ্রিদ ছেড়েছেন এই ক্রোয়েশিয়ান তারকা। এবারে নতুন গন্তব্য হিসেবে তিনি বেছে নিয়েছেন ইতালির ক্লাব এসি মিলানকে। মিলানের সমাজমাধ্যমে একটি ভিডিওতে মদ্রিচ বলছেন, “আমি মিলনে এসে গেছি। এখানে এসে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি খুব খুশি”। মদ্রিচ এই দলে যোগ দেওয়ায়, এসি মিলানের শক্তি যে আরও বৃদ্ধি পেল, সেটা বলাই যায়।