ইস্টবেঙ্গল

তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ফিরলেন এডমুন্ড লালরিনডিকা। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলে পদার্পণের পর থেকে, ইস্টবেঙ্গল সঙ্গী হয়েছে শুধুই হতাশা। প্রতি মরশুম বেশিরভাগ সময়তেই ফুটবলারদের চোট সমস্যায় ভুগতে হয়েছে লাল-হলুদ শিবিরকে। শুধু তাই নয়, গত মরশুম ইস্টবেঙ্গলের সাফল্য না পাওয়ার অন্যতম কারণ ছিল গোল করার লোকের অভাব। এবারে সেই সমস্যা কিছুটা হলেও মিটবে বলে আশা করতেই পারেন লাল-হলুদের সমর্থকেরা। ২০১৯-২০ মরশুমে বেঙ্গালুরু এফসি থেকে লোনে ইস্টবেঙ্গল এসেছিলেন এক তরুণ ফুটবলার। ওই মরশুমের জন্য এসেই, জায়গা করে নিয়েছিলেন সমর্থকদের মনে। আজও ইস্টবেঙ্গল সমর্থকদের মনে, সেই কলকাতা ডার্বির কথাটা মনে রয়েছে। যেখানে ০-২ গোলে পিছিয়ে থাকার সময় মাঝমাঠ থেকে একটা ডিফেন্স চেরা পাস ডে লা এস্পাদার জন্য বাড়িয়ে দিয়েছিলেন তিনি। সেই পাসটি আজও ভুলতে পারেননি লাল-হলুদ জনতা। তিনি আর কেউ নন, চলতি মরশুম ইন্টার কাশি থেকে ইস্টবেঙ্গল আশা এডমুন্ড লালরিনডিকা।  এ বার আইলিগে দ্বিতীয় স্থানে শেষ করেছে ইন্টার কাশি। তবে ইস্টবেঙ্গলে খেলার সুযোগটা ছাড়েননি এডমুন্ড। গত মরশুম ইন্টার কাশির হয়ে ২৪টি গোল করেছেন এই স্ট্রাইকার। সুপার কাপেও করেছেন চারটি গোল ও ছয়টি অ্যাসিস্ট। তবে এবারে ২০২৮ সাল পর্যন্ত অর্থাৎ তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছেন এডমুন্ড। বলা ভালো ঘরের ছেলে আবারও ঘরে ফিরে এসেছে। আসন্ন মরশুমে আবারও ইস্টবেঙ্গল জার্সি গায়ে মাঠ কাপাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version