রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই হচ্ছে চলতি মরশুমের প্রথম কলকাতা ডার্বি। যদিও এই ম্যাচটি হওয়া নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল। তবে শেষমেশ মঙ্গলবার শেষ আটের সূচি ঘোষণা করল ডুরান্ড কর্তৃপক্ষ। আগামী ১৭ আগস্ট সন্ধে ৭ টায় যুবভারতীতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গ্রুপ এ থেকে ৩ ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। অপরদিকে গ্রুপ বি থেকে মোহনবাগানও জায়গা পেয়েছে কোয়ার্টারে। যদিও ডুরান্ড কর্তৃপক্ষ আগেই ইঙ্গিত দিয়েছিল, যদি দুই দল কোয়ার্টার ফাইনালে ওঠে, তাহলে শেষ আটেই একে অপরের মুখোমুখি হবে ইস্ট-মোহন। অপরদিকে আরেক কোয়ার্টার ফাইনালে বাংলার আরেক দল ডায়মন্ড হারবার এফসি মুখোমুখি হবে খালিদ জামিলের দল জামশেদপুর এফসির। ১৭ই আগস্ট বিকেল ৪ টেয় হবে সেই ম্যাচ। ১৬ আগস্ট শনিবার প্রথম কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান নেভির মুখোমুখি হবে শিলং লাজং। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বোডোল্যান্ড এফসির মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি।