রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবল মানেই এখন বিতর্ক এবং ব্যর্থতা। এছাড়া ভারতীয় ফুটবল থেকে আর কিছুই পাওয়ার নেই। এই মুহূর্তে দেশের সবথেকে বড় লিগ আইএসএল। কিন্তু আসন্ন মরশুম সেই আইএসএল আয়োজন করা নিয়েও একটা ঘোর জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই আইএসএলে অংশগ্রহণকারী প্রতিটি দলকে চিঠির মাধ্যমে এফএসডিএল জানিয়ে দিয়েছে, অনন্তকালের জন্য স্থগিত করা হয়েছে আইএসএলকে। কারণ এফএসডিএলের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চুক্তি মাস্টার্স রাইট এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা তাদের কাছে নেই। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। এবারে সেই প্রসঙ্গে পাল্টা বিবৃতি দিল ফেডারেশন।
ফেডারেশনের তরফে বলা হয়েছে, ২০২৫ সালের ৫ই ফেব্রুয়ারি, এফএসডিএলের ডাকে তারা দিল্লিতে মিটিংয়ে বসেছিল। তারপর মুম্বইয়ে গত ৫ই মার্চ, এমআরএ নিয়ে আলোচনা হয়েছে। এফএসডিএল চুক্তির নবীকরণ নিয়ে নতুন প্রস্তাব দিলেও, ফেডারেশন নিজেদের প্রস্তাব জানায় এপ্রিলের ২১ তারিখে। কিন্তু সেই তারিখের পর, বিগত দুই মাস ফেডারেশন কী করছিল? তারপর ২৬ এপ্রিল সুপ্রিম কোর্ট তরফে জানানো হয় যে, কল্যাণ চৌবের অধীনস্থ কমিটির মাস্টার রাইটস চুক্তি নবীকরণের কোনও অধিকার নেই। এবারে সেই নিয়েও যুক্তি দিচ্ছে ফেডারেশন। তাদের মতে সেই কারণের জন্যই দুই পক্ষ আলোচনায় বসতে পারছে না। যেখানে আগামী ডিসেম্বরেই চুক্তি শেষ হচ্ছে, সেখানে দেশের এত বড় একটা লিগের ভবিষ্যৎ নিয়ে ফেডারেশন কেনও এখনও সক্রিয় হবে না, সেই নিয়েও থাকছে প্রশ্ন। কিন্তু ফেডারেশনের তরফে জানানো হয়েছে যে আইএসএল হওয়ার জন্য যতটা সম্ভব চেষ্টা করবে তারা।