রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লা লিগার খেতাবি লড়াই জমিয়ে দিল বার্সেলোনা। মাদ্রিদ ডার্বি ড্র করে নিজেদের চাপ বাড়িয়েছিল অ্যাটলেটিকো ও রিয়াল। সেই সুযোগের সদ্ব্যবহার করল কাতালান জায়ান্টরা। রবিবার সেভিয়াকে ৪-১ গোলে হারিয়ে পুনরায় খেতাবি লড়াইয়ের দৌড়ে ঢুকে পড়ল বার্সেলোনা।
ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যেই লেওয়ানডস্কির গোলে এগিয়ে যায় তারা। কিন্তু এক মিনিটের মধ্যেই সেভিয়াকে সমতায় ফেরান রুবেন ভার্গাস। প্রথমার্ধে আর কোনও পক্ষই গোল করতে পারেনি। বিরতির পর জয়সূচক গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। ৪৬ মিনিটের মাথায় ফির্মিন লোপেজের গোলে আবার এগিয়ে যায় বার্সা। গোল করার কয়েক মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ৫৫ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রাফিনহা। ৮৯ মিনিটে বার্সার চতুর্থ গোল করেন এরিক গার্সিয়া। প্রায় আধ ঘন্টা দশ জনের বার্সেলোনাকে পেয়েও গোল ব্যবধান কমাতে পারেনি সেভিয়া। এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো, রিয়ালের ঘাড়ে নিশ্বাস ফেলছে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ খেলে যথাক্রমে ৫০ এবং ৪৯ পয়েন্টে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ।