ফুটবল
বেঙ্গল সুপার লিগের আসর বসবে পশ্চিমবঙ্গের জেলা গুলিতে। কোথা থেকে কোন দলগুলি খেলবে? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শীঘ্রই সুব্রত চলেছে বেঙ্গল সুপার লিগ। বাংলার বিভিন্ন জেলাগুলি থেকে বিভিন্ন দল প্রতিনিধিত্ব করবে এই প্রতিযোগিতায়। সেই প্রতিযোগিতারই শুভারম্ভ হলো এদিন কলকাতার এক পাঁচ তারা হোটেলে। ইতিমধ্যে দেশের সর্বোচ্চ লিগ আইএসএল। সেই লিগের মতো করেই হবে সেই বেঙ্গল সুপার লিগও। মূলত আটটি ফ্রাঞ্চাইজি দলকে নিয়ে হবে এই প্রতিযোগিতা। তবে ভবিষ্যতে সেই দলের সংখ্যা বাড়ানোর প্রবণতাও রয়েছে। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব থেকে মোট চারটি দল পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে। এবং সেমিফাইনালে যে দুই দল জিতবে তারা খেলবে ফাইনাল। ইতিমধ্যে চলছে কলকাতা লিগ। মূলত সেই লীগ শেষ হওয়ার পরই এই বেঙ্গল সুপার লিগ শুরু করার ভাবনা চিন্তায় রয়েছে আইএফএ। চলতি বছরের নভেম্বর মাসে শুরু হতে পারে এই লিগ। প্রতিযোগিতায় কোন দলগুলি খেলবে সেটা এখনো নিশ্চিত না হলেও পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে মোট আটটি জোনে ভাগ করে সেখান থেকে দল বাছাই করা হবে এই প্রতিযোগিতায়। যেখানে জোন ১-এ থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং।
জোন ২-এ মালদা, মুর্শিদাবাদ, নর্থ এবং সাউথ দিনাজপুর।
জোন ৩-এ পূর্ব এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম
জোন ৪-এ উত্তর ২৪ পরগনা এবং নদীয়া
জোন ৫-এ হাওড়া এবং হুগলি
জোন ৬-এ পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম
জোন ৭-এ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর
জোন ৮-এ দক্ষিণ 24 পরগনা
ম্যাচগুলি মূলত হতে চলেছে পশ্চিমবঙ্গের জেলা গুলির মাঠেই। যেখানে থাকছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম, ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম, মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম, নৈহাটির বঙ্কিমচন্দ্র স্টেডিয়াম, নদীয়ার কৃষ্ণনগর স্টেডিয়াম, মালদার ডিএসএ স্টেডিয়াম, হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম এবং বারাসাতের বিদ্যাসাগর স্টেডিয়াম।