রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই এআইএফএফের সঙ্গে প্রশাসনিক সমস্যার কারণে আগামী জুন মাসে ভারতীয় সিনিয়র ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানা গিয়েছে মানোলো মার্কুয়েজ। ক্লাব ফুটবলের প্রতি তার ভালোবাসার কারণে ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করাটা তাঁর কঠিন হয়ে পড়ছে বলেই খবর। ফলে এফসি গোয়ার কোচ হিসেবেই হয়তো আইএসএলে দায়িত্ব সামলাবেন তিনি। তবে সেসব ভুলে সামনেই রয়েছে আসন্ন ২০২৭ এএফসি এশিয়া কাপের ফাইনাল রাউন্ডের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ। যেখানে গ্রুপ সি-তে রয়েছে ভারত। এছাড়াও ভারতের পাশাপাশি সেই গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং, চিন এবং সিঙ্গাপুরও। প্রথমে থাইল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের পর, ১০ জুন ২০২৭ এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডের বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। সেই কথা মাথায় রেখেই ১৮ মে থেকে কলকাতায় প্রস্তুতিতে নেমে পড়বে সুনীল ছেত্রীরা। তার আগে বুধবার ২৮ জনের সম্ভাব্য দল ঘোষণা করেছেন মানোলো মার্কুয়েজ।
গোলরক্ষক: ঋত্বিক তিয়ারি, বিশাল কাইথ, গুরমীত সিং, অমরিন্দর সিং।
ডিফেন্ডার: নাওরেম রোশান সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বোরিস সিং, সন্দেশ ঝিঙ্গন, আশীষ রাই, শুভাশিষ বোস, মেহতাব সিং, টেকচাম অভিষেক সিং, নিখিল প্রভু।
মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংঝাম, নাওরেম মহেশ সিং, আয়ুশ দেব ছেত্রী, উদান্তা সিং, অপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্ডেজ।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ইরফান ইয়াদওয়াদ, মনভির সিং, সুহেল আহমদ ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।