রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ৯ মে থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে বুধবার এআইএফএফের ট্রেজারার তথা অরুণাচল প্রদেশ ফুটবল এসোসিয়েশনের সেক্রেটারি মিস্টার কিপা অজয় এই অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে খেলার জন্য স্বাগত জানিয়েছেন দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনকে। দক্ষিণ এশিয়া থেকে মোট ছয়টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ফাইনাল ম্যাচটি হবে ১৮ মে। লটারির মাধ্যমে সেই গ্রুপ বিভাজনগুলি হয়েছে যেখানে গ্রুপ বি-তে রয়েছে ভারত। যেখানে আগামী ৯ মে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত।
এই প্রসঙ্গে মিস্টার কিপা অজয় বলেছেন, “আমি সাফ কমিটিকে স্বাগত জানাতে চাই অরুণাচল প্রদেশে। তাদেরকে ধন্যবাদ আমাদের রাজ্যে অনূর্ধ্ব ১৯ সাফ প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমরা আশা করব যেন ভালোভাবে এই প্রতিযোগিতাটা আমরা আয়োজন করতে প্যারি এবং সবাইকে গর্বিতবোধ করাতে পারি। আমাদের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডুর ফুটবলের প্রতি ভালবাসার কারণেই আমরা এত সুন্দরভাবে এই প্রতিযোগিতার আয়োজন করতে পারছি”।