রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার বিকেলে আল নাসেরের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন লিগ দুইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে এফসি গোয়া। এর আগে ২২ অক্টোবর যখন সৌদি আরবের এই ক্লাব গোয়ায় খেলতে এসেছিল, সেই সময় ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও যথেষ্ট উন্মাদনা চোখে পড়েছিল। তার কারণ ছিল একজনই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার দল ভারতে খেলতে আসছে বলে সমর্থকদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে হয়তো প্রথমবারের জন্য ভারতের মাটিতে পা রাখতে চলেছেন সিআরসেভেন। এছাড়াও সেই জল্পনা আরও বাড়ে, যখন রোনাল্ডোর ভারতে আসার ভিসা অ্যাপ্লাই করে আল নাসের। কিন্তু শেষ পর্যন্ত ভারতে খেলতে আসেননি পর্তুগিজ এই তারকা।
কিন্তু এই মুহূর্তে যা খবর তাতে বুধবার আল নাসের বনাম এফসি গোয়া ম্যাচের জন্য আল নাসেরের স্কোয়াডে রাখা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। যেটা নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য একটা বিরাট বিজ্ঞাপন। গোটা ভারতবর্ষে রোনাল্ডোর ভক্তের সংখ্যা অগুণিত। গোয়া দলের অধিকাংশ ফুটবলারের কাছে রোনাল্ডো ভগবান সমান। তার খেলা দেখেই ছোট থেকে বড় হয়েছেন সাহিল তাভোরা, ব্রাইসন ফার্নান্দেজরা। এবারে নিজেদের ‘আইডল’ এর সামনে খেলার সুযোগ পাবেন তারা। এর আগে ভারতের মাটিতে বিশ্বফুটবলের অনেক তারকারাই খেলে গিয়েছেন। ঠিক যেমন ফুটবলের সম্রাট পেলে, ভারত এসে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলেন। এছাড়াও নিজের জীবনের শেষ ম্যাচ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের বিরুদ্ধে খেলে গেছিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান। শুধু তাই নয়। ২০১১ সালে লিওনেল মেসিকে এই যুবভারতী ক্রীড়াঙ্গনেই সচক্ষে চাক্ষুষ করেছিলেন অসংখ্য ফুটবলপ্রেমীরা। ফলে বুধবার যদি গোয়ার বিরুদ্ধে খেলতে মাঠে নামেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ভারতীয় ফুটবলের জন্য সেটাও যে অনেক বড় বিজ্ঞাপন হতে চলেছে সেটা বলাই যায়।
