রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জয়ের পর সেলিব্রেশনের সময় অশালীন আচরণ করেছিলেন কিলিয়ান এমবাপে, অ্যান্টোনিও রুডিগার, দানি সেবায়োসরা। যেই কারণে তাদের বিরুদ্ধে উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছিল অ্যাটলেটিকো কর্তৃপক্ষ। শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ করার আবেদনও করেছিল অ্যাটলেটিকো কর্তৃপক্ষ। তবে জানা গিয়েছে পরের ম্যাচের জন্য কোন নিষেধাজ্ঞা হয়নি ফুটবলারদের। শোনা গিয়েছে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এমবাপেকে ৩০ হাজার ইউরো, রুডিগারকে ৪০ হাজার ইউরো এবং সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। যদিও এমবাপে ও রুডিগারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলেও সেই নিষেধাজ্ঞা এখনই কার্যকর হচ্ছে না। আগামী একবছরের মধ্যে যে কোনও একটা সময়ে এই শাস্তি ভোগ করবেন এই দুই তারকা। আগামী ৮ এপ্রিল আর্সেনালের বিরুদ্ধে এমিরেটস স্টেডিয়ামে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। সেই ম্যাচে খেলতে পারবেন রিয়াল তারকা। ১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের ম্যাচ। ফলে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে রিয়াল শিবির।