সৌরভ মুখার্জী: চলতি আইএসএলে ২২ ম্যাচে ১১ গোল এবং দুটি অ্যাসিস্ট। এমন পরিসংখ্যান যে কোনও ফুটবলারের জন্য ঈর্ষনীয়। ভারতে পা রেখে মোহনবাগান জার্সিতে ইতিমধ্যেই ১১ গোলের মালিক জেমি ম্যাকলারেন। গুরুত্বপূর্ণ ম্যাচে এই অজি তারকার উপরেই নজর রাখেন বাগান জনতা। নক আউটে পা রাখার আগে রে স্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের লক্ষ্যের কথা জেমি ম্যাকলারেন।
প্র: মোহনবাগানে একটা প্রত্যাশার পাহাড় রয়েছে। এই চাপের সঙ্গে কিভাবে লড়াই করতে হয়?
জেমি: কোনও চাপ নেই। ছোট থেকেই ফুটবলের সঙ্গে আমার সম্পর্ক৷ তাই নতুন করে কোনও চাপ অনুভব করি না। বড় ক্লাবের হয়ে খেলা মানেই, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমি প্রথম দিন থেকেই কলকাতায় এসে বুঝে গিয়েছিলাম, এখানে মোহনবাগানের বিশাল সমর্থন রয়েছে। এই ভালোভাসা আমাকে অনেকটা সাহায্য করেছে।
প্র: গত মরশুমে মেলবোর্ন সিটির হয়ে ট্রফি জয়, এই মরশুমে মোহনবাগানের হয়ে শিল্ড জয়। কোনটা এগিয়ে রাখবেন?
জেমি: অবশ্যই এই মরশুমে মোহনবাগানের হয়ে শিল্ড জয়কে এগিয়ে রাখব। কারণ, গত মরশুমের তুলনায় এই মরশুমে অনেক বেশি গোল করছি। আমি চাই এই ছন্দ ধরে রাখতে।
প্র: ভারতের তরুণ ফুটবলারদের নিয়ে কী বলহেন?
জেমি: মোহনবাগানে একাধিক তরুণ ফুটবলার রয়েছে। তারা প্রত্যেকেই খুব ভালো। একটাই কথা বলব নতুনদের প্রথম কাজ কোচের আস্থা অর্জন করা। তার জন্য প্রচুর পরিশ্রম করে যেতে হবে।
প্র: যে প্রত্যাশা নিয়ে মোহনবাগানে এসেছিলেন, তা কতটা পূরণ হয়েছে?
জেমি: এখনও প্রত্যাশা পূরণ হয়নি। শিল্ড জয়ের পাশাপাশি আমার লক্ষ্য আইএসএল ট্রফি জয়। জোড়া ট্রফি জিততে পারলে আমার লক্ষ্য পূরণ হবে। এছাড়াও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে আমরা ভালো পারফর্ম করতে চাই। আমার মতে এখনও অনেক পথ হাঁটা বাকি।