রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার কলকাতা লিগের প্রথম ম্যাচেই শ্রীভূমি এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ডায়মন্ড হারবার এফসি। এছাড়াও এদিনের ম্যাচে অসংখ্য গোলের সুযোগ হাতছাড়া করেছে দুই দলই। প্রথমার্ধে আক্রমণে ঝাঁজ কিছুটা বেশি ছিল ডায়মন্ড হারবার ফুটবলারদের। তবে দ্বিতীয়ার্ধে দারুনভাবে খেলায় ফেরে শ্রীভূমি এফসি। তবুও গোলের মুখ দেখেনি দুই দলই।
ম্যাচের শুরু থেকে দুই দলই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে থাকে। ২৯ মিনিটে একটি গোলমুখী শট নিয়েছিলেন ডায়মন্ড হারবার ফুটবলার। তবে সেই শট সোজা চলে যায় শ্রীভূমির গোলরক্ষকের হাতে। ৩৪ মিনিটে আরও একটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন ডায়মন্ড হারবার ফুটবলাররা। শেষের দিকে বেশ কয়েকবার আক্রমনে উঠে এসেছিল শ্রীভূমি এফসিও। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আরও কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেছে দুই দলই। যার ফলে প্রথমার্ধে ফলাফল থাকে ০-০।
দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রায় গোল পেয়ে গিয়েছিল শ্রীভূমি এফসি। তবে তাদের গোলমুখী সেই শট দারুণভাবে বাঁচিয়ে দেন ডায়মন্ড হারবার রক্ষণভাগের ফুটবলাররা। ৫৬ মিনিটে কর্নার পেয়ে গিয়েছিল শ্রিভূমি। ৬৪ মিনিটে ফ্রিকিক থেকে গোল করতে ব্যর্থ হন ডায়মন্ড হারবার ফুটবলার পবন ভেঙ্কটরাথনাম। ৮১ মিনিটে একটি গোলমুখী শট নিয়েছিলেন পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে আসা শুভজিৎ বেলেল। ৯০ মিনিটের সংযুক্তি সময়ে আবারও আক্রমনে উঠে এসেছিল শ্রীভূমি এফসি। তবে গোল তুলে নিতে ব্যার্থ হয়। যার ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।