Connect with us

পাকিস্তানকে ‘বিরাট’ চমক বিরাটের, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। আর সেই ম্যাচে যদি হঠাৎ জ্বলে ওঠেন বিরাট কোহলি তাহলে তো আর কথাই নেই। ক্রিকেট দুনিয়ায় কান পাতলে শোনা যায়, পাকিস্তানের একমাত্র ত্রাসই নাকি ভারতের রান মেশিন। আর এবার আরও একবার সেই ভয়কেই উস্কে দিলেন কোহলি নিজে। তার কাজে চমকে উঠল ভারত পাকিস্তান দুই শিবির।

ইতিমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে ফেলেছে ভারত। রবিবার তারা মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের। তার আগে জোরকদমে চলছে ভারতীয় শিবিরের অনুশীলন। দুবাইয়ের লোকাল সময় অনুযায়ী দুপুর ১ টায় অনুশীলনে নামার কথা ছিল ভারতের। কিন্তু সেখানেই দেখা গেল বেলা ১১ টায় মাঠে নেমে পড়েছেন বিরাট কোহলি। অর্থাৎ নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগে অনুশীলনে এসেছেন বিরাট। অনেকের কাছেই এই ঘটনা বিস্ময়কর। তবে সূত্রের খবর আগের দিন রাতেই টিম ম্যানেজমেন্টকে এ কথা জানিয়েছিলেন বিরাট। বলেছিলেন অতিরিক্ত তিন ঘন্টা সময় অনুশীলন করতে চান তিনি। শুধু তাই নয়, এর পাশাপাশি আরব আমিরশাহীর সবথেকে উন্নত বোলারদের নিয়ে প্র্যাকটিস করার আবেদন জানিয়েছিলেন বিরাট। লেফট আর্ম স্পিনার, রাইট আর্ম স্পিনার, লেগ স্পিনার, অফ স্পিনার বাদ পড়েনি কেউই। কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলেন বিরাট? কারণ জানা গেছে পাকিস্তান থেকে আসা অনেক বোলার আরব আমিরশাহীতে ক্রিকেট খেলেন। অর্থাৎ চেনা ছকের বাইরে বেরিয়ে নিজেকে প্রস্তুত করে নিতে চাইছেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচে নামার আগে যাতে পাকিস্তানি ধাঁচে সম্পূর্ণভাবে নিজেকে তৈরি করে নিতে পারেন সেটাই তার লক্ষ্য। টিমের অন্যতম কোচিং স্টাফ অভিষেক নায়ার এবং সিকিউরিটি টিমের সাথে দুবাই আইসিসি অ্যাকাডেমিতে এদিন অনুশীলন করলেন বিরাট।

প্রসঙ্গত গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খুব বেশি রান পাননি তিনি। তবে তার থেকেও বেশি চিন্তার বিষয় হল গত এক দেড় বছর যাবত চেনা ছন্দে দেখা যায়নি বিরাটকে। পাকিস্তানের মুখোমুখি হওয়ার সময় তাই কামব্যাকের বড় সুযোগ থাকছে তার সামনে। বাড়তি সময় নিয়ে অনুশীলনে নিজেকে তাই সম্পূর্ণভাবে তৈরি করে নিচ্ছেন ভারতের রান মেশিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা