রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই বিহারের রঞ্জি ট্রফি দলে সুযোগ পেয়েছিল সে। আর এবার ভারতের রাইজিং এশিয়া কাপ দলে নিজের জায়গা পাকা করল ১৪ বছরের বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ১৫ সদস্যের যে দল ঘোষিত হয়েছে তাতেই রয়েছে বৈভবের নাম। জিতেশ শর্মার নেতৃত্বে এই দলে খেলবেন বৈভব।
গত আইপিএলে রাজস্থানের হয়ে মাঠে নেমেছিল বৈভব। আর সেখানেই মাত্র সাতটি ম্যাচ খেলে তার সংগ্রহ ছিল ২৫২ রান। এর মধ্যে একটি সেঞ্চুরিও করেছিল সে। এছাড়াও ভারতের অনূর্ধ্ব ১৯ এবং এ দলের হয়ে দুরন্ত পারফরমেন্স উপহার দিয়েছিল বৈভব। যুব একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫২ বলে শতরান করে দ্রুততম শতরানের রেকর্ড করেছিল তরুণ এই ক্রিকেটার। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৬ বলে ১১৩ রানের ইনিংসও রয়েছে বৈভবের ঝুলিতে।
পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানের সাথেই রাইজিং এশিয়া কাপের গ্রুপ বি তে রয়েছে ভারত। ১৪ নভেম্বর আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। এরপর ১৬ নভেম্বর পাকিস্তান ও ১৮ নভেম্বর ওমানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তরুণ বয়সেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে বৈভব। এখন দেখার নতুন কোন চমক বেরোয় তার ব্যাট থেকে।
