রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক মাস হল। ক্রিকেট মহলে গুঞ্জন হয়তো একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও সরে দাঁড়াবেন খুব তাড়াতাড়ি। আর অবসরের জল্পনা উঠতে প্রথমবারের জন্য টেস্ট ক্রিকেট নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।
তার অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত। ঠিক এক বছরের মাথায় সরে দাঁড়ালেন টেস্ট ক্রিকেট থেকেও। টেস্ট ক্যারিয়ারে মোট ৬৭ টি ম্যাচ খেলে তার সংগ্রহ ৪০৩১ রান। গড় ৪০.৫৮। তাহলে কেন হঠাৎ এই সিদ্ধান্ত? আসলে টেস্ট ক্রিকেটকে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় এমনটাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। “লম্বা সময়ের খেলা এটা, তাই এক্ষেত্রে অনেক বেশি অনুশীলন প্রয়োজন। মানসিক এবং শারীরিকভাবে এটা যতটা চ্যালেঞ্জিং ততটাই ক্লান্তিরও। পাঁচ দিন নিজেকে একটানা ঠিক রাখা কঠিন বিষয়। তবে প্রতিযোগিতামূলক স্তরে ক্রিকেট খেলা শুরু করলে এমনকি মুম্বাইয়ের ক্লাব ক্রিকেটও দুদিন বা তিনদিন টানা চলে। ফলে টেস্ট ক্রিকেট খেলার মানসিকতা গড়ে ওঠে ক্রিকেটারদের মধ্যে। আমি যখন প্রথম খেলা শুরু করেছিলাম গোটা বিষয়টা ছিল অনেক বেশি মজার। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পরবর্তী স্তরে যত আমরা এগোতে থাকি এবং যত সিনিয়র ক্রিকেটার বা কোচদের সাথে পরিচয় বাড়তে থাকে তারা প্রত্যেকেই অনুশীলনের ওপর জোর দেন। আর একটা সময় গিয়ে আমরা বুঝতে পারি যে নিয়মমাফিক কঠোর অনুশীলনই সাফল্যের চাবিকাঠি। মনোযোগ ধরে রাখা এবং নিজেকে তরতাজা রাখা এই দুইই লম্বা ফরম্যাটের ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলেন তিনি।
অনেকেই মনে করছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও খুব তাড়াতাড়ি সরে দাঁড়াবেন রোহিত। যদিও এখনও সেই বিষয়ে মুখ খোলেননি তিনি, তবে নতুন প্রজন্মকে যে নিজেদের তৈরি করে নিতে হবে সেই ইঙ্গিত তার কথায় ছিল স্পষ্ট। তা থেকে অনুমান করাই যায় হয়তো তার ক্রিকেট থেকে সরে দাঁড়ানো শুধু সময়ের অপেক্ষা।