রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করে নিতে তৈরি টিম ইন্ডিয়া। একদিকে যেমন দীর্ঘক্ষণ ধরে নিজেদের টেকনিক প্র্যাকটিস করতে দেখা গেল অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে, অন্যদিকে তেমনি দেখা গেল রোহিত বিরাট কে কাবু করতে উদ্যত হয়েছেন শামি এবং অর্শদীপ। কিন্তু এই প্র্যাকটিস সেশনে সবথেকে বেশি নজর কাড়লেন হার্দিক পান্ডিয়া এবং শ্রেয়স আইয়ার। নিজেদের বিধ্বংসী মেজাজেই স্পষ্ট বুঝিয়ে দিলেন কোনভাবেই প্রতিপক্ষকে রেয়াত করবেন না তারা। তবে হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ের খেসারত দিতে হল ঋষভ পন্থকেও।
প্র্যাকটিস চলাকালীন পান্ডিয়ার একটি শট এসে লাগে পন্থের হাঁটুতে। টিম ফিজিও সাথে সাথে পৌঁছে যান পন্থের কাছে এবং চিন্তিত মুখে এসে হাজির হন পান্ডিয়া নিজেও। চোট কতটা গুরুতর বা আদৌ পন্থ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারবেন কি না সেই বিষয়ে জল্পনাও শুরু হয়। তবে কিছু সময় পরেই দেখা যায় প্যাড পরে মাঠে নামছেন পন্থ। সাথে মাথায় হেলমেট। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি ভিডিওতেও দেখা যাচ্ছে একই ছবি। অর্থাৎ ভারতের উইকেট রক্ষক ব্যাটার পন্থ প্রস্তুতি নিচ্ছেন চ্যাম্পিয়নস ট্রফির জন্য।
যদিও নির্বাচন কমিটির প্রধান অজিত আগারকার বলেছিলেন পন্থকেই তিনি উইকেট রক্ষক হিসেবে চাইছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সিরিজের জন্য, তবে কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা বেছে নিয়েছেন কেএল রাহুলকে। মূলত ধারাবাহিকতা বজায় রাখার জন্যই এরকম সিদ্ধান্ত নিয়েছেন কোচ এবং অধিনায়ক এমনটাই জানা গেছে।