আইপিএল
জামশেদপুরে অনুষ্ঠিত হল কেকেআরের আইপিএল ট্রফি টুর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে বিগত বেশ কিছুদিন ধরে ভারতের বিভিন্ন শহরে ট্রফি টুরের আয়োজন করছে কলকাতা নাইট রাইডার্স। সেই ট্রফি জয় উদযাপনের জন্য শুক্রবার জামশেদপুরে সেই ট্রফি টুর প্রক্রিয়া সারল কেকেআর।
জামশেদপুরের বিভিন্ন নামি জায়গায় সেই ট্রফি নিয়ে যাওয়া হল কেকেআরের পক্ষ থেকে। যার মধ্যে ছিল ডিম্মা লেক। তারপর সেখান থেকে ট্রফি নিয়ে যাওয়া হয় ঐতিহাসিক রাশি মডি সেন্টার অফ এক্সেলেন্স। শেষে শহরের অসংখ্য সমর্থকদের কথা ভেবে হাই-টেক মলে সেই ট্রফি রাখা হয়। কেকেআরের তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি জয়ের আনন্দ ভাগ করে নিতে ইতিহাসে প্রথমবার এই উদ্যোগ নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জামশেদপুরে হাজার হাজার সমর্থক কেকেআরের এই আইপিএল জয়ী ট্রফি দেখার জন্য উপস্থিত হয়েছিলেন। শুধু ট্রফি নিজেদের চোখে দেখাই নয়, জামশেদপুরের অসংখ্য ক্রিকেটপ্রেমী সমর্থক এই মুহূর্তটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করেছেন। তারই পাশাপাশি নানারকমের উপহারও ছিল সেই সমর্থকদের জন্য যারা এই মুহুর্তের সাক্ষী হয়েছিলেন। আগামী ২২ ফেব্রুয়ারি রাঁচিতে হবে এই ট্রফি টুর।