রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মরশুমের শুরু থেকেই পিচ বিতর্কে জেরবার গোটা আইপিএল। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে পরাজয়ের পরেই ইডেনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। তবে বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে বড় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
এদিন জয় পেতেই পিচ নিয়ে খুশি নাইট বাহিনী। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ভেঙ্কটেশ আইয়ার বলেন, “এই পিচ খুব ভালো। আজ আমরা ম্যাচ জিতেছি। আশা করছি গোটা মরশুম জুড়ে এমন পিচই আমরা পাবো।” প্রথম ইনিংসের পর আইয়ার বলেন, “পিচে গতি কম রয়েছে, বল ঘুরছে। শুধু তাই নয়, বল কিছুটা থমকে আসছে। এটা আমাদের অনেকটা সাহায্য করেছে।”
পিচ বিতর্কের মধ্যেও ভেঙ্কটেশ আইয়ার মনে করছেন এই মুহুর্তে পিচ নিয়ে ভাবার থেকেও, নিজেদের পারফরম্যান্সে নজর দেওয়া জরুরি। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করতে পারলেই সাফল্যের পথে হাঁটতে পারবে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইকে হারিয়ে নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেন, “আমি খুব খুশি। ঘরের মাঠে যে ধরনের সুবিধা পাওয়া প্রয়োজন, সেটাই পাওয়া উচিৎ। সব দলই এই সুবিধা পেয়ে থাকে।”