রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই আসন্ন আইপিএলের জন্য অধিনায়কের নাম ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। গত মরশুমে দিল্লির অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। এবার দল বদলেছেন তিনি। বড় অঙ্কের টাকার বিনিময়ে লখনউ সুপার জায়ান্ট শিবিরে নাম লিখিয়েছেন পন্থ। তাঁর পরিবর্তে অক্ষর প্যাটেলকে অধিনায়ক নির্বাচিত করেছে দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট।
এবার অধিনায়কের পাশাপাশি সহ অধিনায়কের নাম ঘোষণা করা হল। অক্ষর প্যাটেলের ডেপুটি নির্বাচিত হলেন ফ্যাফ ডু’প্লেসি। এই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়েছেন ডু প্লেসি। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। দলকে নেতৃত্বও দিয়েছেন ওই তিন বছর। তাঁর নেতৃত্বে গত বছর প্লে-অফে পৌঁছেছিল আরসিবি। প্রথম বারের জন্য দিল্লিকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। ফলে ডু’প্লেসি সহকারী থাকায় বাড়তি সুবিধা পাওয়া যাবে।