রে স্পোর্টজের প্রতিবেদন: আগামী শুক্রবার থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ডের মাটিতে হাই ভোল্টেজ ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে সাংবাদিক সম্মেলনে নিজেদের মানসিকতা স্পষ্ট করলেন দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ। সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুই তারকা ক্রিকেটারের বিকল্প কারা হবেন, এই নিয়ে জোর জল্পনা ক্রিকেট মহলে। সাংবাদিক সম্মেলনেই কোহলির বিকল্পের নাম জানালেন পন্থ। তিনি বলেন, “তিন নম্বরে কে ব্যাটিং করবে তা এখনও নিশ্চিত না হলেও, চার এবং পাঁচ নম্বর স্থান নিশ্চিত হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই চার নম্বরে কোহলির জায়গায় ব্যাট করবে গিল। পাঁচ নম্বরে আমি। বাকিটা আলোচনার ভিত্তিতে চূড়ান্ত হবে।”
বিরাটের বিকল্প প্রসঙ্গে মুখ খুললেও, রোহিতের পরিবর্ত কে হবেন, তা বলেন পন্থ। লাল বলের ক্রিকেটে ওপেনার হিসাবে প্রথম পছন্দ যশস্বী জয়সওয়াল। রোহিতের বিকল্প হতে পারেন রাহুল। তবে আলোচনায় রয়েছে সাই সুদর্শন, করুন নায়ার এবং অভিমন্যু ঈশ্বরণের নাম। দলের স্বার্থে নিজেকে চার নম্বরে নামিয়ে এনেছেন অধিনায়ক শুভমন গিল। এখন দেখার যশস্বী জয়সওয়ালের সঙ্গে ভারতীয় দলের ওপেনিং জুটিতে কাকে দেখা যায়।
অন্যদিকে,শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজের মানসিকতার বদল চাইছেন না পন্থ। টেস্ট হোক বা টি-টোয়েন্টি, সর্বদা আগ্রাসী মেজাজে খেলতে দেখা যায় তাঁকে। আসন্ন টেস্ট সিরিজেও সেই একই পদ্ধতি অবলম্বন করবেন তিনি। এই প্রসঙ্গে পন্থ বলেন, “প্রতিপক্ষকে চাপে রাখতে আগ্রাসন খুবই প্রয়োজন। এটাই আমার সেরা অস্ত্র।” বিদেশের মাটিতে সফর শুরুর আগে আত্মবিশ্বাসী ভারতীয় দলের অধিনায়ক। তিনি বললেন, “আমি যখনই মাঠে থাকি দলের জন্য কিছু করতে চাই। ইংল্যান্ড সফরেও তার ব্যাতিক্রম হবে না।”