রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটে শুধু নয়, বিশ্বক্রিকেটের সব থেকে জনপ্রিয় একটি লিগ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। একেবারে প্রথম সারির ক্রীড়া প্রতিযোগিতা হল এই আইপিএল। কিন্তু ভারতে এই প্রতিযোগিতার লাইভ স্ট্রিমিং সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতেন ক্রিকেটপ্রেমীরা। তবে সম্ভবত আসন্ন মরশুমে সেই সুবিধে পাবেননা ক্রিকেট ভক্তরা। টেলিভিশন স্বত্ত্ব স্টারের হাতে থাকলেও ২০২৩ সাল থেকে আইপিএলের লাইভ স্ট্রিমিংয়ের স্বত্ত্ব পায় জিওসিনেমা। মোটা অঙ্কের লাইভ স্ট্রিমিংয়ের থেকে টাকা পেলেও জিও কর্তৃপক্ষ দর্শকদের উপর সেই অর্থের বোঝা চাপায়নি। বরং শুরুর দিকে কয়েক বছর বিনামূল্যেই হয়েছে আইপিএলের সম্প্রচার। মূলত সাবস্ক্রাইবার এবং ভিউয়ারশিপ বাড়ানোটাই মূল লক্ষ্য ছিল তাদের। তবে এবারে সে ক্ষেত্রেও সাবস্ক্রিপশনের প্রক্রিয়া শুরু করবে জিও কর্তৃপক্ষ।
আগে আইপিএলের লাইভ স্ট্রিমিংয়ের স্বত্ব ছিল হটস্টারের কাছে। পরে জিওসিনেমা সেই স্বত্ব পায়। তবে চলতি মরশুম আইপিএল দেখাবে না জিওসিনেমা। এবার থেকে এই প্রতিযোগিতা দেখানো হবে জিও হটস্টারে। সংযুক্তিকরণের পর জিও এবং হটস্টার এককভাবে মিলিত হয়ে তৈরি হয়েছে জিওস্টার অ্যাপ। মোট ৩ লক্ষ ঘণ্টারও বেশি বিনোদনের কনটেন্ট থাকছে এই অ্যাপে। এর সঙ্গে থাকছে লাইভ খেলা দেখানোর সুযোগ। তবে বিনামূল্যে সেই খেলা দেখাতে নারাজ জিওস্টার। খবর অনুযায়ী আইপিএলের সামান্য কিছু মিনিট দেখানো হবে বিনামূল্যে। সেই সময় শেষ হয়ে গেলে সাবস্ক্রাইব করে দেখতে হবে খেলা। ১৪৯ টাকায় সাবস্ক্রিপশন পাওয়ার পাশাপাশিই স্ট্রিমিংয়ের মান এবং মেয়াদের উপর নির্ভর করে সাবস্ক্রিপশনের খরচ বাড়ানো হবে বলেই খবর।