সৌরভ রায়: রোহিত শর্মা, বিরাট কোহলি উত্তর যুগের সূচনাটা দারুণ করল তরুণ অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বাধীন ‘নতুন’ ভারতীয় দল। মনে করা হয়েছিল ইংল্যান্ডের এই পরিবেশে, ভারতের অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ বিপদে পড়তে পারে। তবে সেসব আশঙ্কা তুড়ি মেরে উড়িয়ে লিডস টেস্টের প্রথম দিনেই জোড়া শতরান করলেন ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুভমন গিল। সঙ্গে তাঁরা এটাও বুঝিয়ে দিলেন অকুতোভয় ক্রিকেট খেলতেই ইংল্যান্ডে এসেছে ভারতীয় দল। দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৫৯। অপরাজিত থেকে অর্ধশতরান করে ক্রিজে রয়েছেন সহ অধিনায়ক ঋষভ পন্থ এবং অধিনায়ক গিল।
শুক্রবার প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর লক্ষ্য ছিল দিনের শুরুতে পিচ থেকে সাহায্য নিয়ে ভারতীয় দলকে বিপাকে ফেলা। তবে প্রথম ব্যাটিং করার কঠিন পরিস্থিতি দারুণভাবে সামলে দেন দলের দুই ওপেনার যশস্বী এবং কেএল রাহুল। দুজনে প্রথম উইকেটে ৯১ রানের পার্টনারশিপ গড়েন। ব্যক্তিগত ৪২ রানে আউট হন রাহুল। তবে অভিষেকে ব্যর্থ হলেন সাই সুদর্শন (০)। যদিও তাতেও ভারতের রানের গতি কমেনি। হাতে চোট নিয়েই অনবদ্য শতরান করেন যশস্বী। যদিও চা বিরতির পরে ১০১ রানে আউট হয়ে ফিরে যান তিনি। তারপরে দলকে এগিয়ে নিয়ে যান ভারতের নবনিযুক্ত অধিনায়ক শুভমন। ইংল্যান্ডের অনভিজ্ঞ বোলিং লাইনআপকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করে শতরান করেন তিনি। মারেন ১২টি চার। এটি গিলের টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতরান। দিনের শেষে ১২৭ রানে অপরাজিত গিল। তাঁর সঙ্গে ৬৫ রান করে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। তাঁর ব্যাটিং দেখেও মনে হচ্ছে, আইপিএলের খারাপ সময় কাটিয়ে ধীরে ধীরে ফর্মে ফিরছেন ভারতের সহ অধিনায়ক। দ্বিতীয় দিনে অবশ্যই ভারতের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব ৫০০ রানের গন্ডি পেরিয়ে ইংল্যান্ডকে আরও চাপে ফেলা।