রে স্পোর্টজের প্রতিবেদন: বুধবার বিজয় হাজারে ট্রফির ম্যাচে জম্মু কাশ্মীরের মুখোমুখি হয়েছিল বাংলা। জম্মুকে ৯ উইকেটে হারিয়ে সহজ জয় পেল অভিমন্যু ঈশ্বরণের দল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। বঙ্গ বোলারদের দাপটে ২০.৪ ওভারে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায় জম্মু কাশ্মীরের ইনিংস। কাশ্মিরের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক পরশ ডোগরা (১৯)। ১২ রান করেন শুভম খাজুরিয়া। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি।
সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৯.৩ ওভারেই এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা। ৩০ রানে অপরাজিত থাকেন অভিষেক পোড়েল। ২৫ রানে অপরাজিত থাকেন সুদীপ কুমার ঘরামি। ৪ রান করে আউট হন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। আকাশ দীপ এবং মুকেশ কুমারের দুরন্ত বোলিংয়ে সহজ জয় পেল বাংলা। দু’জনেই চারটি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট মহম্মদ শামির ঝুলিতে।
