রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এক বছরের কম সময়েই চাকরি হারালেন ভারতের জাতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার। মূলত ভারতের জাতীয় দলের টেস্ট ক্রিকেটে হতাশা জনক পারফরমেন্সের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
গত বছর জুলাই মাসে ভারতীয় জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন অভিষেক নায়ার। তবে দলের টেস্ট পারফরমেন্সে খুশি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর বর্ডার গাবাস্কার ট্রফিতেও ৩-১ ফলাফলে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হন রোহিত শর্মারা। আর অস্ট্রেলিয়া থেকে ফেরার পরেই হেড কোচ গৌতম গম্ভীর এর সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিসিআই কর্মকর্তারা। এছাড়াও সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা নির্বাচক মন্ডলীর প্রধান অজিত আগারকার এবং বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।
প্রসঙ্গত দলের হেড কোচ নির্বাচিত হওয়ার পরে গৌতম গম্ভীরই সহকারী কোচ হিসেবে চেয়েছিলেন অভিষেক নায়ারকে। ২০২৪ মরশুমে কলকাতা নাইট রাইডার্স এ একসাথে কাজ করেছিলেন দুজনে। যদিও দলের একাধিক ক্রিকেটারই অত্যন্ত খুশি ছিলেন নিজেদের সহকারী কোচকে নিয়ে তবুও জানুয়ারি মাস থেকেই তার চাকরি যাওয়ার সম্ভাবনা সামনে এসেছিল বারবার। সৌরাষ্ট্রের ব্যাটার সিতাংশু কোটাককে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয় জানুয়ারি মাসের শেষ দিকে। তারপর থেকেই জল্পনা শোনা যাচ্ছিল হয়তো বিসিসিআইয়ের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হতে পারে অভিষেক নায়ারকে। অবশেষে সেই আশঙ্কা সত্যি করে সিদ্ধান্তের শিলমোহর লাগালো ভারতীয় ক্রিকেট বোর্ড