রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হল। অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে তারকা ক্রিকেটার বিরাট কোহলি সহ, জশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা নিজেদের ‘এ’-প্লাস ক্যাটাগরিতে ধরে রাখতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ৬ জন ক্রিকেটারের নাম রয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। তাঁরা হলেন কেএল রাহুল, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি।
২০২৩-২৪ মরশুমে ‘বি’ ক্যাটাগরিতে অবনম হয়েছিল পন্থের। তিনি পুনরায় নিজের জায়গা ফিরে পেলেন। গ্রেড ‘বি’-তে রয়েছে সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের নাম। গত বছর বোর্ডের কথা অমান্য করায় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান। পুনরায় তারা বোর্ডের বার্ষিক চুক্তিতে ফিরে এলেও, লোয়ার গ্রেডে জায়গা পেয়েছেন। এছাড়াও ১৯ জন ভারতীয় ক্রিকেটারদের নাম রয়েছে গ্রেড ‘সি’ তালিকায়।