রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। বিরাটের অবসরের পরেই ভারতীয় ক্রিকেটে তৈরি হয়েছে এক গভীর শূন্যতা। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজেকে মেলে ধরতে পারেননি বিরাট। তাই দেশে ফিরেই নিজের ভুল শুধরে নিতে সঞ্জয় বাঙ্গারের অ্যাকাডেমিতে গিয়েছিলেন তিনি। তারপরেই যেন ছন্দে ফিরলেন ভারতীয় ক্রিকেটের রান মেশিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বমহিমায় দেখা গিয়েছিল বিরাট কোহলিকে।
বিরাট টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতেই হতাশার বহিঃপ্রকাশ দেখালেন সঞ্জয় বাঙ্গার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিরাটের অবসরের দিনটা আমার কাছে খুব হতাশার। কোহলি এখন নিজের সেরা ছন্দেই রয়েছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম। তবে কোহলির সিদ্ধান্তকে সম্মান করি।” যদিও ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ মনে করেন, “সঠিক সময় অবসর নিয়েছেন বিরাট কোহলি।”