রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও। তবে আইপিএল এবং ওডিআই খেলবেন তিনি। দেশের হয়ে প্রায় সব ট্রফিই জেতা হয়েছে কিং কোহলির। শুধু জেতাই নয়, নতুন প্রজন্মকে অনুপ্রাণিতও করেছেন তিনি। যেই কারণে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না আর্জি জানিয়েছেন ক্রিকেটে অবদানের জন্য ভারতরত্ন সম্মানে ভূষিত করা উচিত বিরাট কোহলিকে। এর আগে ভারতীয় খেলাধুলোর ইতিহাসে একমাত্র শচীন তেণ্ডুলকরকেই এই সম্মানে ভূষিত করা হয়েছিল।
রায়না বলেন, “দেশের হয়ে কোহলি যা অর্জন করেছে, ভারত ও ভারতের ক্রিকেটের জন্য কোহলি যা করেছে, তাতে ভারত সরকারের উচিত ওকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা”। অপরদিকে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার সিরিজই ছিল তার শেষ প্রতিযোগিতা। তারপর ১২ মে, নিজের সমাজমাধ্যমেই লাল বলের ক্রিকেট থেকে বিদায়ের কথা জানিয়ে ছিলেন কোহলি। যার ফলে বিদায় ম্যাচ হিসেবে কোনো আলাদা কিছু পাচ্ছেননা কোহলি। সেই বিষয়েও রায়না বলেছেন, “আমার মনে হয়, দিল্লিতে একটা বিদায়ী ম্যাচ পাওয়া উচিত কোহলির। দেশের হয়ে এত কিছু করার পর, একটা বিদায়ী ম্যাচ ওর প্রাপ্য ছিল”।