রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গোটা দল প্রস্তুত নিজেদের তৈরি করে নিতে। করাচিতে অনুষ্ঠিত হলেও হাইব্রিড মডেলের কারণে দুবাইতে সবকটি ম্যাচ খেলবে ভারত। এই পরিস্থিতিতে দুবাইয়ের পিচে শামি হতে পারে ভারতের অন্যতম অস্ত্র এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীপতি বালাজি।
ক্রিকেট মহলে বরাবরই জনপ্রিয়তার শীর্ষে থেকেছেন বুমরাহ। আর তাই খুব স্বাভাবিক ভাবেই শামির সাথে বুমরাহর তুলনা উঠে এসেছে একাধিকবার। এবার সেই প্রসঙ্গ টেনে বালাজি বললেন, “বুমরাহ নিঃসন্দেহে তারকা বোলার। তবে আমি মনে করি ২০১৯ এর ওডিআই বিশ্বকাপ এবং ২০২৩ এর বিশ্বকাপেও শামি ছাপিয়ে গেছেন বুমরাহকে। এটা সত্যি ভারত এখন বুমরাহর উপর অনেক বেশি নির্ভরশীল, তবে এটাও মেনে নিতে হবে বুমরাহ দলে আসার আগে দলকে বোলিংয়ে নেতৃত্ব দিতেন শামি। ওর অভিজ্ঞতা রয়েছে যা নিঃসন্দেহে ভারতের বড় শক্তি হিসেবে কাজে লাগবে।”
প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন বুমরাহ। আর তার অনুপস্থিতিতে নিঃসন্দেহে শামির উপর বাড়তি চাপ পড়বে এ কথা বলে দেওয়া বাহুল্য। এই পরিস্থিতিতে বালাজির পরামর্শ, “নতুন বলেই কেরামতি দেখাতে হবে শামিকে। প্রথম ছ’ওভারে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাতে পারে ও। আর প্রথম দিকেই খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নিতে পারলে ভারত অনেকটাই চাপমুক্ত থাকবে।” পাশাপাশি শামির গোড়ালির চোট নিয়ে জল্পনা থাকলেও বোলিং স্পিডের কথা মাথায় রেখে তার উপর দলকে ভরসা রাখার পরামর্শ দিয়েছেন বালাজি।