রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচে রেকর্ড পাঁচটি সেঞ্চুরি করেও, পরাজয়ের মুখ দেখতে হয়েছিল ভারতীয় দলকে। পাশাপাশি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হেরে ইতিমধ্যে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। এদিকে টপ অর্ডারের ব্যাটিং ভালো হলেও মিডিল এবং লোয়ার অর্ডারের ব্যাটিং ভুগিয়েছিল ভারতকে। পাশাপাশি বোলিং বিভাগেও ছিল চরম ব্যর্থতা। এবারে সেই কথা মাথায় রেখেই, দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে নতুন চমক ভারতীয় দলে। অধিনায়ক শুভমন গিলের এক ডাকেই, ইংল্যান্ডে ছুটে এলেন পঞ্জাব তনয় হরপ্রীত ব্রার। চলতি মরশুম পঞ্জাব কিংসের হয়ে, আইপিএলে দারুন ছন্দে বোলিং করেছেন তিনি। বুধবার, বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। তার আগে, ভারতীয় দলের অনুশীলনে নেমে পড়েছেন হরপ্রীত। ইংল্যান্ড সফরের স্কোয়াডে না থাকলেও, অনুশীলনে শুরু করে দিয়েছেন তিনি।