Connect with us

শার্দুল-পুরান যুগলবন্দিতে প্রথম জয় লখনউ সুপার জায়ান্টসের। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুম আইপিএলের প্রথম ম্যাচে হার দিয়েই শুরু করতে হয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। অপরদিকে প্রথম ম্যাচেই রাজস্থানের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিংয়ের ঝলক দেখিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে দ্বিতীয় ম্যাচে এক অপরের মুখোমুখি হওয়ায় জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ৷ আর সেখানেই নিজের জাত চেনান শার্দুল ঠাকুর। ম্যাচের তৃতীয় ওভারেই পরপর অভিষেক শর্মা এবং ঈশান কিশানকে প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি। তবে চেনা ছন্দে ব্যাটিং করেন ট্রাভিস হেড। ২৮ বলে ৪৭ রান করে অবশেষে তরুণ বোলার প্রিন্স যাদবের বলে বোল্ড হয়ে ফিরে যান হেড। ক্লাসেন এবং অনিকেত ভার্মা রান পাওয়ার পাশাপাশিই অধিনায়ক প্যাট কামিন্সের ৪ বলে ১৮ রানের জেরে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে হায়দ্রাবাদ।

সেই রান ধাওয়া করতে এসে প্রথম থেকেই বিধ্বংসী ভূমিকায় দেখা যায় লখনউ ব্যাটার মিচেল মার্শ এবং নিকোলাস পুরানকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটিং করতে এসে ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলেন মার্শ। মাত্র ২৬ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন নিকোলাস পুরান। তবে বড় শট খেলতে গিয়ে হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হন পুরান। মাত্র ১৫ রান করেই আউট হন অধিনায়ক ঋষভ পন্থ। শেষে আব্দুল সামাদ (২২) এবং ডেভিড মিলার (১৩) অপরাজিত থেকে, সানরাইজার্স হায়দ্রাবাদকে ৫ উইকেটে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় এনে দেন সুপার জায়ান্টসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা