রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিতে চলেছেন রোহিত শর্মা। জানা গেছে, নিজের সিদ্ধান্তে অনড় ভারতের জাতীয় দলের অধিনায়ক। তবে কেন হঠাৎ এই সিদ্ধান্ত? দলের কারণেই নিজেকে টেস্ট সিরিজ থেকে সরিয়ে নিতে চাইছেন রোহিত শর্মা। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সম্প্রতি টেস্ট ক্রিকেটে ভাল ছন্দে নেই রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাত্র ৩১ রান করেছিলেন তিনি। তারপরই সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন ভারতের অধিনায়ক। এবারেও নাকি একই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চান না রোহিত। তাহলে কি লাল বল ক্রিকেটে রোহিত শর্মাকে দেখার দিন শেষ? সেই প্রশ্নের যদিও এখনও কোনো সরাসরি উত্তর পাওয়া যায়নি। অনেকেই মনে করছেন নিজেকে আরও কিছুটা প্রস্তুত করে আবারও টেস্ট ক্রিকেটে ফিরবেন রোহিত।
বর্তমানে আইপিএল চলার কারণে ভারতের প্রায় সমস্ত ক্রিকেটাররাই নিজস্ব দলের প্রতি দায়বদ্ধ। তবে মে মাসের ২৫ তারিখ শেষ হচ্ছে আইপিএল। তাই তারপর ইংল্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় দল। ফলে নিজেদেরকে প্রস্তুত করার জন্য অনেকটাই কম সময় হাতে পাবেন ভারতীয় ক্রিকেটাররা। সেক্ষেত্রে ভারতের কাছে ইংল্যান্ড সিরিজ হতে চলেছেন নতুন একটি চ্যালেঞ্জ।