আন্তর্জাতিক ক্রিকেট

পূজারার অবসরে আবেগপ্রবণ কোহলি, বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বিরাট কোহলি রোহিত শর্মার অধিনায়কত্বে দীর্ঘদিন খেলার পর, অবশেষে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন চেতেশ্বর পুজারা। আর এবার সতীর্থ পূজারার জন্য আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি।

পূজারার অবসর ঘোষণা কথা প্রকাশ্যে আসার পর নিজের ইনস্টাগ্রামে কোহলি লেখেন, “ধন্যবাদ চারে নেমে আমার কাজ সহজ করে দেওয়ার জন্য পুজ্জি। তোমার একটা দারুণ ক্রিকেট কেরিয়ার ছিল। আগামীর জন্য অনেক শুভেচ্ছা। ভালো থেকো।” প্রসঙ্গত তিন নম্বরে ব্যাটিংয়ে নামতেন পূজারা এবং ঠিক তারপরেই মাঠে আসতেন কোহলি। ব্যাটিং লাইন আপের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন পূজারা। বিদেশের মাটিতে এই জুটির একাধিক বড় রানের পার্টনারশিপও রয়েছে।

রবিবার নিজের ক্রিকেট জীবনে অবসর ঘোষণা করেছেন পূজারা। একাধিক সতীর্থ প্রাক্তন ক্রিকেটার এমনকি ফ্যানদের থেকে পেয়েছেন অনেক শুভকামনা। তবে ক্রিকেটের থেকে পুরোপুরি যে নিজেকে সরিয়ে নিচ্ছেন না তিনি একথাও জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। বরং ব্রডকাস্টিং এর সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ভবিষ্যতে কোচের দায়িত্ব এলেও ভেবে দেখবেন পূজারা এমনটাই জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version