রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচেই লজ্জার পরাজয় স্বীকার করতে হয়েছে ভারতকে। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৫০০-র কাছাকাছি রান তুলেও, পঞ্চম দিনের শেষে ৫ উইকেটে ভারতের এই পরাজয়কে মেনে নিতে পারছেন না কেউই। এদিকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার পর, শুভমন গিলের অধিনায়কত্বে প্রথম টেস্ট ম্যাচটি খেলতে নেমেছিল ভারতীয় দল। তবে ম্যাচ হারলেও, এখনই আশাহত হচ্ছেন না তরুণ অধিনায়ক গিল। যদিও হারের পিছনে বেশ কিছু কারণ খুঁজে পাচ্ছেন তিনি। সেই প্রসঙ্গে শুভমন বলেন, “৪৩০-৪৩৫ রান তুলতে পারলেই, ইনিংস ডিক্লেয়ার দেওয়ার কথা ভেবেছিলাম আমরা। কিন্তু তাড়াতাড়িই পাঁচ উইকেট পড়ে যাওয়ায় সেটা আমরা করতে পারিনি। এমনকি ইংল্যাণ্ডের ওপেনিং পার্টনারশিপও যথেষ্ট ভাল হয়েছে। কিন্তু তবুও আমাদের আশা ছিল আমরা ভাল কিছু করব”।
এছাড়াও গোটা ম্যাচে অজস্র ক্যাচ মিসের নমুনা দেখিয়েছে ভারতীয় ফিল্ডাররা। যেইটা হলো এই ম্যাচ হারের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। সেই প্রসঙ্গে ভারতের অধিনায়ক বলেন, “আমরা বেশ কয়েকটা ক্যাচ ফেলেছি। তবে আমার দলের সবাই চেষ্টা করেছে ভালো কিছু করার”। গিল আরও বলেন, “আমাদের দলটা তরুণ দল। আমরা এখনও শিখছি। আশা করছি আগামী ম্যাচে আমরা নিজেদের ভুল শুধরে নিয়ে ভালো ফল করতে পারব আমরা”।