রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টেস্ট ক্রিকেটে ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না ভারতীয় দলের। প্রথমে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম, তারপর বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আত্মসমর্পণের পর, এবারে নতুন অধিনায়ক শুভমন গিলের অধিনায়কত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। তবে এই সকল ব্যর্থতার পরেও দলকে রক্ষা করে চলেছেন কোচ গৌতম গম্ভীর। প্রথম টেস্টে ভারতীয় ব্যাটাররদের ব্যাট থেকে এসেছে পাঁচ-পাঁচটা শতরানের ইনিংস। তবুও ম্যাচটা জেতা আর হয়ে ওঠেনি ভারতের। ব্যার্থ হয়েছে লোয়ার অর্ডার, ফস্কেছে অজস্র ক্যাচ। বোলিং বিভাগেও বুমরাহ ছাড়া আর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এবারে সেই সকল কিছুর উত্তর দিয়েছেন গুরু গৌতম গম্ভীর। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা সব সময় বোলারদের উপরে দশ চাপিয়ে দিতে পারি না। আমরা প্লেয়ারদের পাশে আছি। তবে অবশ্যই একটা ভালো বোলিং বিভাগ তৈরি করতে হবে আমাদের। এছাড়াও ব্যাটিং হতাশাজনক। বিশ্বের সেরা ফিল্ডাররাও ক্যাচ ফেলেছে। প্রথম ইনিংসে ৬০০ রান করতে পারলে আমাদের কৃতিত্ব থাকতো। পরের ম্যাচে ভালো কিছুর আসায় থাকবো আমরা”।