রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় হঠাৎই বেশ কিছুটা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান রোহিত শর্মা। আর সেখান থেকেই শুরু হয় তাঁর চোট জল্পনা। ফিল্ডিং করার সময়ও তাঁকে একাধিকবার অস্বস্তি বোধ করতে দেখা গিয়েছিল। সম্ভবত হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় অধিনায়ক। তবে ম্যাচ শেষে নিজে মুখেই জানালেন যে পুরোপুরি ফিট আছেন এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি। তবে যখন ভারতীয় অধিনায়ককে তাঁর চোট নিয়ে প্রশ্ন করা হচ্ছে, দেখা গেল তিনি আরও বেশি উৎসাহিত নিজের সতীর্থ বিরাট কোহলির সেঞ্চুরি নিয়ে। “আমার চোট এখন ঠিক আছে” শুধু এটুকু বলার পরেই বিরাটের প্রশংসায় পঞ্চমুখ হলেন রোহিত।
পাকিস্তানের বিরুদ্ধে নিজের ৫১ তম ওডিআই সেঞ্চুরিটি করে ফেললেন বিরাট কোহলি। আর উচ্ছ্বসিত অধিনায়ক জানালেন, “বিরাট দেশের প্রতিনিধিত্ব করতে ভালোবাসে। আজ ও সেটাই করেছে যেটা করায় ও সেরা। আমাদের ড্রেসিংরুমে অন্তত কেউই অবাক হইনি বিষয়টায়।” তখন ক্রিজে ছিলেন কোহলি। সেঞ্চুরি থেকে তার দূরত্ব মাত্র ১০ রানের। ক্যামেরায় ধরা পড়ল একটা দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে ভারতীয় অধিনায়ক সতীর্থকে বলছেন কয়েকটা বড় শট খেলে তাড়াতাড়ি মাইলস্টোন ছুঁয়ে ফেলতে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। দেখলেই বোঝা যায় ভারতের অধিনায়ক কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বিরাটের সেঞ্চুরির জন্য। তবে শুধুমাত্র বিরাট নয়, পাশাপাশি দলের বাকিদের প্রশংসা করতেও ভোলেননি তিনি। “আমরা জানতাম দ্বিতীয় ইনিংসে উইকেট স্লো হয়ে যাবে। আর তাই আমাদের দলের অভিজ্ঞ ব্যাটারদের উপর ভরসা রেখেছিলাম। পাকিস্তান যে জায়গায় রান নিয়ে গেছিল তা তোলা খুব একটা সহজ কাজ ছিল না। কুলদীপ, অক্ষর, জাদেজা, শামি, পান্ডিয়া, রানা এদের অবদান অনস্বীকার্য। বড় ম্যাচের মঞ্চে সবাই বুঝতে পেরেছিল তাদের কেমন খেলতে হবে। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বোলার প্রতিপক্ষের ব্যাটারকে সবথেকে বেশি অস্বস্তিতে ফেলতে পারবে তাকে দিয়েই বেশি বল করাব। তাই এটা গোটা দলের জয়” বলেন ভারতীয় অধিনায়ক।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত ছিটকে গেল পাকিস্তান। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অধিনায়ক রিজওয়ানকে। আক্ষেপের সুরে বলেন, “টস জিতেও সেই সুযোগ হাতছাড়া করি আমরা। বোলাররা খুব ভাল পারফর্ম করেছে। অন্যদিকে আমাদের দলের ব্যাটাররা বড় ভুল করেছিল শট বেছে নিতে। এছাড়া ফিল্ডিংয়ে আমাদের একাধিক ভুল ছিল। তবে এটা অস্বীকার করার জায়গা নেই যে গিল এবং কোহলি দুজনে ম্যাচ বের করে নিয়েছে। আমাদের হাত-পা বাঁধা ছিল বলা যায়।”
প্রসঙ্গত আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন রোহিত শর্মারা। গ্রুপ স্টেজের পরপর দুটি ম্যাচ জিতে কার্যত সেমিফাইনালে জায়গা পাকা করেই ফেলেছে ভারত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।