রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য নাম শ্রেয়স আইয়ার। মিডিল অর্ডার এই ব্যাটসম্যান নিজস্ব ছন্দে ছাপ ফেলেছেন ভারতীয় ক্রিকেটে তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার নিজের বড় সিদ্ধান্তে চমকে দিলেন গোটা ক্রিকেট দুনিয়াকে। টেস্ট ক্রিকেট থেকে সাময়িক অবসর চাইলেন শ্রেয়স আইয়ার। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সরাসরি আবেদন জানিয়েছেন তিনি এমনটাই জানা গেল।
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচে নামার কথা ছিল শ্রেয়সের। দলের অধিনায়ক ছিলেন তিনি। অথচ সেই ম্যাচ থেকে নিজের নাম সরিয়ে নিলেন শ্রেয়স। আর তারপরেই সামনে এলো তার এই সিদ্ধান্তের কথা। গত সপ্তাহে লখনউ শহরে প্রথম ম্যাচ খেলার পরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি আবেদন জানানোর পাশাপাশি নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকরের সঙ্গেও মুখোমুখি কথা বলেন শ্রেয়স। যদিও তার এই সিদ্ধান্তের পিছনে রয়েছে মূলত চোট। গত মাসে দলিপ ট্রফিতে খেলার সময়ই অস্বস্তি বোধ করছিলেন তিনি। সেই একই অস্বস্তি ফের এদিন লখনউতে বোধ করার পরেই এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হন শ্রেয়স। ম্যাচ শেষে দলের ফিজিও এবং ভারত এ দলের কোচ ঋষিকেশ কানিতকার এর সঙ্গে এই বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। সূত্রের খবর মোটেই টেস্ট জীবনে ইতি টানছেন না শ্রেয়স। সাময়িক বিরতি চাইছেন নিজের ফিটনেস এর উপর কাজ করার জন্য।
আগামী মরসুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতেও হয়তো দেখা যাবে না তাকে। প্রসঙ্গত ২০২৩ সালে অস্ত্রোপচার হয়েছিল শ্রেয়সের। সেই কারণেই এই অস্বস্তি বোধ করছেন কি না তা যদিও স্পষ্ট নয়, তবে সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে নিজেকে সম্পূর্ণ ভাবে তৈরি করে নিতেই এরকম সিদ্ধান্ত নিচ্ছেন ভারতের এই তারকা ক্রিকেটার।