রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে, ব্যাট করতে এসে ইংল্যান্ডের ইনিংস থামে ৪৬৫ রানে। একক দক্ষতায় ইংল্যান্ডের অর্ধেক টিমকে প্যাভিলিয়নের রাস্তা দেখান জসপ্রীত বুমরাহ। ৫টি উইকেট নেন তিনি। বুমরাহকে সঙ্গ দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং মহম্মদ সিরাজ। যথাক্রম ৩টি ও ২টি উইকেট পেয়েছেন তাঁরা। এদিকে দ্বিতীয় দিনের মতোই, তৃতীয় দিনেও ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুকের ক্যাচ ফষ্কান যশস্বী জয়সওয়াল। এদিকে ১৩৭ বলে শতরান করেন ওলি পোপ। মাত্র এক রানের জন্য নিজের ব্যক্তিগত সেঞ্চুরি হাতছাড়া করেন হ্যারি ব্রুক। ১১২ বলে ৯৯ রানের ইনিংস খেলেন তিনি।
অপরদিকে ভারতের ব্যাটিংয়ের সময় প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও দাগ কাটতে পারলেন না টেস্টে ডেবিউ করা সাই সুদর্শন। ব্যক্তিগত ৩০ রানের মাথায় স্টোকসের বলে জাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। রান পাননি যশস্বী জয়সওয়ালও (৪)। তবে ফর্ম বজায় রেখেছেন কেএল রাহুল। দিনের শেষে ৪৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। তৃতীয় দিনের শেষে, ৯৬ রানে এগিয়ে ভারত।