রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে, জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে ইতালির ক্লাব ইন্টার মিলান। যদিও ম্যাচের শুরুটা ভালো করেনি ইন্টার মিলান। ১১ মিনিটের মাথায় রিয়োমা ওয়াটানাবের গোলে ০-১ ব্যবধানে এগিয়ে যায় উরাওয়া রেড ডায়মন্ডস। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল তুলে আনতে ব্যর্থ হন ইন্টার মিলানের ফুটবলাররা। যেই কারণে প্রথমার্ধে ০-১ ব্যবধানেই পিছিয়ে থাকতে হয় তাদের। দ্বিতীয়ার্ধেও গোল তুলে আনতে ব্যর্থ হচ্ছিলেন ইন্টার মিলান ফুটবলাররা। তবে অবশেষে ম্যাচের ৭৮তম মিনিটে লাউতারো মার্তিনেসের গোলে সমতায় ফেরে ইন্টার। অপরদিকে গোল হজম করেও যথেষ্ট পরিমাণে লড়াই দিয়েছে জাপানের এই ক্লাবটি। ম্যাচের একদম শেষ মুহূর্ত পর্যন্ত যখন খেলা ড্র অবস্থায় চলছিল সেই সময় সকলেই প্রায় নিশ্চিত হয়েছিল যে অমীমাংসিত হিসেবেই শেষ হবে এই ম্যাচ। কিন্তু ঠিক ৯০ মিনিটের সংযুক্তি সময়েই ভ্যালেন্টিন কার্বোনির গোলে ২-১ ব্যবধানে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে হারিয়ে, জয় নিশ্চিত করে ইন্টার মিলান।
অপরদিকে ক্লাব বিশ্বকাপের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউন্স এফসিকে ৪-৩ ব্যবধানে পরাজিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। যদিও ম্যাচের ১১ মিনিটের মাথায় রিয়ামোর লুকাস রিবেইরো কোস্তার গোলে পিছিয়ে পড়ে ডর্টমুন্ড। কিন্তু ১৬ মিনিটের মাথায় জার্মানির ক্লাবকে সমতায় ফেরান ফেলিক্স মেচা। সমতায় ফেরার পর আরও বেশি আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে দেখা যায় ডর্টমুন্ড ফুটবলারদের। ম্যাচের ৩৪ এবং ৪৫ মিনিটে যথাক্রমে গুইরেসি এবং বেলিংহ্যামের গোলে ব্যবধান ৩-১ হয় তাদের। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৯ মিনিটে একটি আত্মঘাতী গোল করে বসেন মামেলোদি সানডাউন্স এফসি ফুটবলার খুলিসো মুডাউয়ে। যার ফলে ব্যবধান দাঁড়ায় ৪-১। তবে খেলা এখানেই শেষ হয়ে যায়নি। সমানে সমানে লড়াই চালিয়ে গেছে আফ্রিকার এই ক্লাবটিও। ৬২ মিনিটে গোল করে ব্যবধান কমান ইকরাম রেনার্স। ৯০ মিনিটে তৃতীয় গোলটি করেন লেবো মোথিবা। ম্যাচের সংযুক্তি সময়ে আরো বেশি আক্রমণত ফুটবল খেলে মামেলোদি সানডাউন্স এফসি। তবে সজাগ থাকে ডর্টমুন্ড রক্ষণ। ফলে অবশেষে হাড্ডাহাড্ডি ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ে বরুসিয়া ডর্টমুন্ড।