আন্তর্জাতিক ক্রিকেট
ওডিআই ক্রিকেটে নিজের ভবিষ্যৎ পরিষ্কার করলেন রোহিত শর্মা। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে হারের পর, টেস্ট ক্রিকেট থেকে নিজেদের অবসর ঘোষণা করেছিলেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তার আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছিল রো-কো জুটি। তবে আইপিএল এবং ওডিআই ক্রিকেটে খেলছেন দুজনেই। সদ্দু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজেও দারুন পারফরম্যান্স করেছে ভারত। যেখানে ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ২০২৭ সালে রয়েছে ওডিআই ক্রিকেটে বিশ্বকাপ। তার আগে এই ফরম্যাটে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রোহিত।
২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি। সেখানে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা যাবে হিটম্যানকে। গুরুগ্রামে একটি অনুষ্ঠানে, ওডিআই ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রোহিত। তিনি বলেন, “জীবনের শুরুটা খুবই কঠিন ছিল। কিন্তু একবার একবার ছন্দ পেয়ে যাওয়ার পর আর কোনও অসুবিধা হয়নি। বিষয়টা অনেকটা বিমানে চেপে কোথাও যাওয়ার সময় ৩৫-৪০ হাজার ফুট উঁচুতে থাকার মত। ঠিক যেমন ওই সময়ে মানুষ নিশ্চিন্তে থাকে, জীবনও অনেকটা এমনই। একবার ছন্দ পেয়ে গেলে সেখানে থাকাটাই গুরুত্বপূর্ণ। পাশাপাশি অবতরণও গুরুত্বপূর্ণ। তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কখন অবতরণ করতে চাইছেন, তার উপর। তবে এই মুহূর্তে আমার অবতরণের কোনও ইচ্ছা নেই”।
