রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা হয়েছে এশিয়া কাপের জন্য। সেই দলে একদিকে যেমন ফিরেছেন শুভমান গিল অন্যদিকে সেরকমই জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। কিন্তু গিলের দলে জায়গা পাওয়ার অর্থ হল গিল এবং অভিষেক শর্মা ওপেনিং জুটিতে নামবেন। তাহলে সঞ্জু খেলবেন কোথায়? এবার এই প্রশ্নের উত্তর দিলেন সঞ্জু নিজেই।
বৃহস্পতিবার কেরালা ক্রিকেট লিগ খেলার সময় কোচি ব্লু টাইগার্সদের হয়ে ওপেন করার কথা ছিল সঞ্জুর। কিন্তু ওপেনিং এ তাকে দেখা যায়নি এদিন। বরং মিডল্ অর্ডারে ৫ নম্বরে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন সঞ্জু। যদিও এদিন ব্যাট করতে হয়নি তাকে তবুও তার এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট যে দলের প্রয়োজনে তিনি নিজের জায়গা পরিবর্তনের স্বচ্ছন্দ। আর এরপরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি জাতীয় দলের হয়ে মিডিল অর্ডারে মাঠে নামতে পারেন সঞ্জু? ওপেনিং এর নাম নামলেও তিন নম্বর স্থান সঞ্জুর অত্যন্ত প্রিয়। কিন্তু প্রথম একাদশে রয়েছেন তিলক বর্মা যিনি তিন নম্বরে খেলেন। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই জায়গা পাবেন না সঞ্জু। এখন দেখার মিডিল অর্ডারে ঠিক কোন জায়গায় তাকে খেলায় দল। যদিও প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে মনে করেন দলের যে কোন জায়গাতেই সঞ্জুর খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এশিয়া কাপের ১৫ সদস্যের দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), যশপ্রিত বুমরাহ, অর্শদিপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিংকু সিং।