রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গ্রুপ পর্যায়ের পর, এবারে সুপার ফোরে ম্যাচেও পাকিস্তানকে দুরমুশ করলো ভারত। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোর অভিযান শুরু করলো ভারত। এদিন টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিং করার জন্য আহ্বান জানায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু এদিন ফিল্ডিংয়ে অনেক ক্যাচ ফোসকেছেন ভারতীয় ফিল্ডাররা। তাছাড়া বল হাতে ব্যর্থ হয়েছেন জশপ্রীত বুমরাহ। এদিকে শুরু থেকেই ঝোড়ো মেজাজে ব্যাট করতে শুরু করেন পাক ব্যাটসম্যানরা। ৪৫ বলে ৫৮ রান করেন ওপেনার ফারহান। এছাড়াও রান পেয়েছেন আয়ুব (২১), সলমন আঘা (১৭), হুসেইন তালাত (১০), মহম্মদ নওয়াজদের (২১) এবং ফাহিম আশরাফ (২০)। সেই সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান তোলে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে এসে শুরু থেকেই মারকুটে মেজাজে ব্যাটিং করতে শুরু করেন ভারতের দুই ওপেনার শুভমন গিল এবং অভিষেক শর্মা। শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই ছয় মেরেছেন অভিষেক। ঝড়ো ব্যাটিং করছিলেন গিলও। একের পর চার এবং ছক্কা হাঁকিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ভারতের দুই ওপেনার। দুজনের জুটিতে ওঠে ১০৫ রান। তবে ৪৭ রান করেই আউট হন শুভমন গিল। অধিনায়ক সূর্যকুমার ফেরেন ০ রান করে। ৭৪ রানের মাথায় আউট হন অভিষেক শর্মাও। সঞ্জু স্যামসন আউট হন ১৩ রানে। বাকি কাজটা শেষ করেন হার্দিক পাণ্ডিয়া ও তিলক বর্মা। শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় পেয়েছে ভারত।