Connect with us

“অক্ষর প্যাটেলের ব্যাখ্যা পাওয়া উচিত” : মহম্মদ কাইফ

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৫ মরশুমের এশিয়া কাপের জাতীয় দল ঘোষণা হতেই শুরু হয়েছে বিতর্ক। দলের সবথেকে বড় চমক শুভমন গিলের সহ অধিনায়ক নির্বাচিত হওয়া। দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি দলে ফিরে সরাসরি এত বড় দায়িত্ব পেয়েছেন গিল, এই বিষয়টা চোখে লেগেছে অনেকেরই। আর এবার এই বিষয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

এই বছরের শুরুতে ইংল্যান্ড সফরের জন্য সূর্য কুমার যাদবের কাঁধে কাঁধ মিলিয়ে সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন অক্ষর প্যাটেল। অথচ কেন এশিয়া কাপের দলে তার পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হল গিলকে, সেই বিষয়ে যথেষ্ট ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এই প্রসঙ্গে কাইফ বলেন, “আমি আশা করছি বোর্ডের এই সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল অক্ষরকে এবং সরাসরি সাংবাদিক সম্মেলন থেকে ওকে এটা জানতে হয়নি। ও কোন ভুল করেনি তাই আগে থেকেই ওর এই বিষয়টা সম্পর্কে ব্যাখ্যা পাওয়া উচিত বলে আমি মনে করি।” প্রসঙ্গত ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে গুরুত্বপূর্ণ অবদান ছিল অক্ষরের। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৩ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৩ টি উইকেট। এর পাশাপাশি কথা বলেছিল তার ব্যাটও। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১ বলে করেছিলেন ৪৭ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটার অক্ষরের স্ট্রাইক রেট ১৩৯.৩, অন্যদিকে বলার হিসেবে ৭১ ম্যাচ খেলে ৭১ উইকেট নিয়ে গড় ২২.১২। তার পারফরম্যান্সের এই ধারাবাহিকতাই নিঃসন্দেহে তাকে করে তুলেছে দলের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার। অথচ তার পরেও সহ অধিনায়কের পদ থেকে কেন অপসারিত হতে হল তাকে, সেই বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন।

প্রসঙ্গত এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন আরো দুই স্পিনার, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়সওয়াল। আগামী ১০ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের এশিয়া কাপ যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা