রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লর্ডসে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে ২২ রানের জন্য জয় পায়নি ভারত। তবে জয় না পেলেও, ভারতীয় দলের ব্যাটিং নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিলই তৃতীয় টেস্ট ম্যাচে। ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যার্থ হয়েছিলেন অধিনায়ক শুভমন গিল। কিন্তু তার আগের টেস্ট ম্যাচেই তাঁর ব্যাট থেকে আগুন ঝরতে দেখেছিল ক্রিকেটবিশ্ব। এদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সিরিজের মাত্র তিনটি টেস্ট ম্যাচেই খেলবেন বুমরাহ। তবে ইতিমধ্যেই দুটি টেস্ট ম্যাচে খেলে ফেলেছেন তিনি। আসন্ন ম্যানচেস্টার টেস্টে বুমরাহ খেলবেন কিনা, সেই দিকেও নজর থাকবে সকলের। এদিকে গত টেস্ট ম্যাচে রবীন্দ্র জাদেজার সঙ্গে আরেকজন স্পিনার খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর। বোলিংয়ের থেকেও বেশি তার ব্যাটিংয়ের জন্যই দলে নেওয়া হয়েছিল সুন্দরকে। তবে সেসবের মাঝেও ম্যানচেস্টারে সিরিজের গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে দলে কুলদীপ যাদবকে চাইছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক্য রাহানে। তার মতে লর্ডসের মতোই পিচ পাওয়া যাবে ম্যানচেস্টারেও। ফলে সেখানে যদি কুলদীপের মত বোলারকে খেলানো হয়, তাহলে বোলিং বিভাগটা আরও শক্তিশালী হবে ভারতের, এমনটাই মনে করছেন রাহানে। তিনি বলেন, “উইকেটের যা পরিস্থিতি সেক্ষেত্রে আমার মতে কুলদীপকে খেলানো উচিত। যদি বিগত তিনটি টেস্ট ম্যাচের মতোই চতুর্থ টেস্টের পিচটাও একই ধরনের হয়, তাহলে সেখানে কুলদীপ খেললে ভারতের সুবিধে হবে। আমাদের ব্যাটিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। সেখানে ২৫, ৩০ রান কম করলেও, যদি কুলদীপের মত বোলার দলে থাকে, সেক্ষেত্রে সবসময় উইকেটের জন্য পেস বোলারদের দিকে ভরসা করে থাকতে হয়না ভারতকে”।