রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হতে হাতে আর মাত্র একটা দিন। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলতে নামবে ভারত এবং ইংল্যান্ড। কিন্তু সেই সিরিজ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে চোটের আতঙ্ক ভারতীয় শিবিরে। বুধবার নেটে ব্যাট করার সময় চোট পান দীর্ঘ ৭ বছর বাদে ভারতের টেস্ট দলে জায়গা করে নেওয়া অভিজ্ঞ করুন নায়ার। পেসারদের বিরুদ্ধে ব্যাট করার সময় প্রসিদ্ধ কৃষ্ণর বল খেলতে গিয়ে সেই বলটি সোজা গিয়ে লাগে তার পাঁজরে। আঘাতের পর যন্ত্রণাকাতর হয়ে পড়েন করুণ। তবে খবর অনুযায়ী সেই চোট খুব বেশি গুরুতর নয়। পরক্ষনেই নেটে ব্যাট করতে দেখা গেছে করুণ নায়ারকে। সব ঠিক থাকলে শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গাও পাবেন তিনি।