রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে, এই মুহূর্তে টেস্ট সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। সেই ম্যাচের শেষে নানারকমের যুক্তি শোনা গিয়েছে। কখনও পিচ নিয়ে বিতর্ক, আবার কখনও ট্রানজিশন, সব নিয়েই প্রশ্ন উঠেছে। তবে সেসব কিছুই নয়, দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ অলআউটের নেপথ্যে কঠিন পিচে ব্যাটারদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার একেবারে মানতে পারছেন না তিনি। পূজার বলেছেন, “ট্রানজিশন ইত্যাদি বলে কোনও লাভ নেই। ঘরের মাঠে ভারত টেস্ট হেরেছে, এতে কারণ ট্রানজিশনের সেটা আমি বিশ্বাস করিনা। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে যদি ট্রানজিশনের কারণে হারতে হয়, সেটা মানা যায়। ভারতের এই টেস্ট দলের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। দলে প্রত্যেকে অভিজ্ঞ ক্রিকেটার। প্রত্যেকের ঘরোয়া ক্রিকেটের রেকর্ড দারুণ। তার পরেও ঘরের মাঠে ম্যাচ হারতে হয়েছে মানে, দলে কিছু একটা ভুল হচ্ছে”।
