রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আরসিবি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় ইতিমধ্যেই আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এখনো বাকি রয়েছে ম্যাচ। তার আগে মধ্য প্রদেশের মিস্ট্রি স্পিনার শিবম শুক্লাকে দলে নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। সানরাইজার্স হায়দ্রাবাদের নেটে ট্রায়ালে দেখা গিয়েছিল তাকে। আগামী ২৫ মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেই খেলতে নামবে কেকেআর। তার আগে দলে নেওয়া হয়েছে তাঁকে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চলতি মরশুম আইপিএল খেলতে নামলেও, আশানুরূপ ফল করতে পারেনি কেকেআর। লিগ পর্বে বাকি আর একটাই ম্যাচ। পুরনো সূচি অনুযায়ী সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচটি হায়দ্রাবাদের মাঠে খেলার কথা থাকলেও, পরিবর্তিত সূচি অনুযায়ী ম্যাচটি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণে যেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ফলে বেশ কিছু বিদেশী ক্রিকেটার দেশে ফিরেছিলেন। যেখানে রয়েছেন কেকেআরের মইন আলি এবং রোভম্যান পাওয়েলও। সরকারি ভাবে জানানো হয়েছে, অসুস্থতার কারণে রোভম্যান পাওয়েল আসেননি। তার জায়গায় শিবম শুক্লাকে টেম্পোরারি পরিবর্ত হিসেবে দলে নিয়েছে কেকেআর। মধ্য প্রদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে ১০টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন এই শিবম। জিতেছিলেন পার্পল ক্যাপ। এছাড়াও গত মরশুম সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও আট ম্যাচে আট উইকেট নিয়েছিলেন তিনি। সৌরাষ্ট্রের বিরুদ্ধে নিয়েছিলেন চার উইকেট। অপরদিকে কেকেআরে রয়েছেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের মতো দুই মিস্ট্রি স্পিনার। এবার দেখার আগামী ম্যাচে দলে জায়গা পান কিনা শিবম।